চাঁদপুরে উচ্ছেদের খবরে দোকানঘর সরিয়ে নিল ব্যবসায়ীরা

চাঁদপুরে উচ্ছেদের খবরে দোকানঘর সরিয়ে নিল ব্যবসায়ীরা

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরে সড়কের পাশের প্রায় শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ হওয়ার খবর শুনে নিজ উদ্যোগে ব্যবসায়ীরা সরিয়ে নিল।

শনিবার (২৬ এপ্রিল) সকাল থেকেই পৌরসভার বাবুরহাট এলাকায় জেলা পরিষদ এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগের যৌথ উদ্যোগে এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদের খবর ব্যবসায়ীরা জানতে পারে। এরপর থেকেই ব্যবসায়ীরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের মালপত্র ও স্থাপনা সরিয়ে নিতে শুরু করে।

স্থানীয়দের সাথে আলাপ করে জানা গেছে, এসব ব্যবসা প্রতিষ্ঠানের কারণে বেশ কয়েকবছর চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক ও বাবুরহাট-মতলব সড়কে যানবাহন চলাচলে বিঘ্ন এবং পথচারীরা রাস্তা পারাপারে ঝুঁকির মধ্যে ছিল। যে কারণে সরকারের দুটি দপ্তর উচ্ছেদের উদ্যোগ গ্রহণ করে।

চাঁদপুর সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌ: মোস্তাফিজুর রহমান বলেন, বাবুরহাট এলাকায় সড়কের জায়গায় যেসব অবৈধ স্থাপনা রয়েছে, সেগুলো সরিয়ে নেয়ার জন্য ব্যবসায়ীদের নোটিশ দেয়া হয়েছে। তারা সদর আর্মি ক্যাম্পে আবেদন করে একদিন সময় চেয়েছে। সেনাবাহিনী বিষয়টি জেলা প্রশাসককে অবগত করেন। জেলা প্রশাসক একদিন সময় দিতে সম্মতি দিয়েছেন। এর মধ্যে তারা এসব অবৈধ স্থাপনা সরিয়ে না নিলে সড়ক বিভাগ জরিমানাসহ উচ্ছেদ অভিযান চালাবে।

জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, সড়ক বিভাগ ও জেলা পরিষদের জায়গায় লীজকৃত যে সকল স্থাপনা ছিল তা ইতোমধ্যে বাতিল করা হয়েছে। গত চার মাস আগে ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদেরকে স্থাপনা সরিয়ে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছিল। পর্যায়ক্রমে এই সড়কের অন্যন্য স্থানেও উচ্ছেদ অভিযান হবে। শনিবার সকাল থেকেই বাবুরহাট এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *