
চাঁদপুর প্রতিনিধি: ফরিদগঞ্জে রুপার অলংকারসহ দুই চোরকে আটক করা হয়েছে। বুধবার (২৩ এপ্রিল) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহ আলমের নির্দেশে এসআই মো. মাহবুব আলমের নেতৃত্বে চর বড়ালী এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় চোরাইকৃত মালামাল (রুপা) ২ ভরিসহ সক্রিয় চোর চক্রের সদস্য চর বড়ালী মৃধা বাড়ির আব্দুল কাদিরের ছেলে ইকরাম (২৫) ও দক্ষিণ কাছিয়ারা গ্রামের মিজানুর রহমানের ছেলে গোলাম রাব্বানী (২২)কে গ্রেপ্তার করা হয়।
এর আগে ওই ওই এলাকায় চুরির ঘটনার শিকার মো. আব্দুর রহমান বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করে। ঘটনার প্রাথমিক সত্যতা নিশ্চিত হয়ে অভিযোগ মামলা হিসেবে দায়েরের ১২ ঘন্টার বিতরে এই দুই অপরাধীকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ আলম বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড জিরো টলারেন্সে আনার লক্ষে পুলিশ সক্রিয়তার সাথে কাজ করে যাচ্ছে।